‘খালেদা জিয়ার মামলা থেকে দৃষ্টি সরাতেই জাফর ইকবালের ওপর হামলা’
প্রকাশিত : ০৩:০০ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার
শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলায় আওয়ামী লীগের যোগসূত্র দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মনে করেন, খালেদা জিয়ার সাজার দিক থেকে জনগনের দৃষ্টি অন্যদিকে সরাতে জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী।
‘বিএনপির পৃষ্ঠপোষকতায়’এই হামলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন অভিযোগ আসার একদিনের মাথায় পাল্টা অভিযোগ ছোড়ে রিজভী বলেন, জাফর ইকবালের ওপর হামলায় বিএনপি জড়িত—ওবায়দুল কাদেরের এমন মন্তব্য শুনে জাতি বাকরুদ্ধ। এটা তাদের ঐতিহ্য। তাই অনর্গল কল্পকাহিনী প্রচার করে নিজেদের পাপ ঢাকার জন্য। আওয়ামী লীগের অতীত ইতিহাসই এসব প্রমাণ করে।
রিজভী বলেন,বিএনপি মনে করে, লেখক জাফর ইকবালকে হামলা আওয়ামী লীগের রাজনীতিপ্রসূত কাজ। তাদের আমলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।তিনি বলেন, খালেদা জিয়ার সাজার দিক থেকে জনগণের নজর অন্যদিকে সরাতে জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে। কারণ এত এত নিরাপত্তা সত্ত্বেও লেখকের ওপর হামলা প্রমাণ করে এটা সরকারেরই কাজ।
গত শনিবার সন্ধ্যায় শাবিপ্রবির মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে জাফর ইকবাল ছুরি হামলার শিকার হন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ওসমানী হাসপাতালে এবং পরে সিএমএইচে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
/এআর /