ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চাহিদা বাড়ছে রাখাইনদের তৈরি তাঁত কাপড়ের [ভিডিও]

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০১:৫২ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

এক সময়, নিজেদের প্রয়োজনের কাপড় বুনতো কক্সবাজারের দ্বীপ ‘মহেশখালী’র’ রাখাইন জনগোষ্ঠী’র মানুষ। বর্তমানে, এটাই তাদের আয় রোজগারের অন্যতম প্রধান উৎস।

গুণে ও মানে উন্নত বলেই হস্তচালিত তাতের কাপড়ের চাহিদা বাড়ছে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে। সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে, দেশের সীমানার বাইরে বাজার প্রসারিত হবার সম্ভাবনা আছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

সুতা ও রং মিশেলে বিভিন্ন ধরনের শাল, বেডসিট, ফতুয়া, গজ কাপড়সহ হরেক রকমের কাপড় তৈরির ব্যস্ততা, কক্সবাজারের দ্বীপ ‘মহেশখালী’র রাখাইন পল্লীর। আদিনাথ মন্দিরসহ বিভিন্ন মন্দিরের দর্শনার্থীরা আগ্রহ ভরে কেনেন এসব কাপড়। উপকরণ দু একটা কেনা; বাদবাকীসব প্রক্রিয়ায় নিজেরা যুক্ত বলে, লাভের পাল্লায় ভালোই থাকে।

পরিবারের মা ও বয়োজোষ্ঠ্যদের কাছেই শেখা হয়ে যায় বলেই পরিবারের নবীন সদস্যদের বাইরে কোথাও যেতে হয় না। ক্রমশ এই কাপড়ের চাহিদা’র ব্যাপ্তি ছড়িয়ে পড়ছে, দেশজুড়ে।

”এক জেলা;একটি পণ্য”, ব্রান্ডিং করতে, সরকারের প্রচেষ্টা চালু আছে, সেই হিসেবে এই কাপড় তৈরী করেছে নতুন সম্ভাবনার, এমনটাই মত বিশেষজ্ঞদের।

এখন শুধু প্রয়োজন সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও বিপনন ব্যবস্থাকে আরো ঠেলে সাজানো।