ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

দুর্নীতিবাজদের ওএসডি না করে শাস্তি দিতে হবে [ভিডিও]

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার

দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু ওএসডি না করে সরাসরি কঠোর শাস্তি দিলে সরকারি খাতে দুর্নীতি রোধ করা সম্ভব বলে মত দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।

দেশের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি ও দুর্নীতি বিকাশের কারণ হিসেবে বেশ কয়েকটি যুক্তি তুলে ধরে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করে নাগরিক ঐক্য।

আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতি রোধে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের মতে, দুর্নীতির জন্য সরকারের ব্যর্থতা ও দুর্নীতি দমন কমিশনের দুর্বলতাও দায়ী।

দুর্নীতি রোধে জনগনের কাছে প্রকৃত কারণ তুলে ধরে রাজপথে নামলে সামাজিক আন্দোলনের মাধ্যমে তা রোধ করা সম্ভব বলেও মনে করেন বক্তারা।

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার স্বেচ্ছাচারীতার কারণেও দুর্নীতি বাড়ছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল, এম হাফিজউদ্দিন, আনু মোহাম্মদ বক্তব্য রাখেন।