ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

জাফর ইকবাল হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে জনপ্রিয় লেখক জাফর ইকবাল হত্যাচেষ্টার মুল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় রংপুর জেলা প্রেসক্লাব চত্বরে সংগঠনের আয়োজিত মানববন্ধন থেকে এ-দাবি জানানো হয়।

বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারকে বিতর্কিত করার লক্ষে পরিকল্পিতভাবে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের ওপর হত্যাচেষ্টার হামলা চালানো হয়। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্যে সাম্প্রদায়িক বিএনপি-জামায়াত মদদপুষ্ট অপশক্তি এই হামলা চালাতে পারে বলে আমাদের ধারণা।

মানববন্ধন থেকে আরও বলা হয়, যত দ্রুত সম্ভব, এই হামলার পিছনের ইন্দনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ অপশক্তি জাতির মেরুদন্ড ধ্বংস করতে করে ফেলবে। বিতর্কিত হবে সরকারের উন্নয়ন কর্মকান্ড।

বোয়াফ রংপুর জেলার সাধারণ সম্পাদক এস.এম সাব্বির আহমেদের পরিচালনায় সভাপতি জিন্নাত হোসেন লাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, সহ-সভাপতি অ্যাড. ইলিয়াস আহমেদ, কোষাধ্যক্ষ আবুল কাশেম, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বকসি।

আরো উপস্থিত ছিলেন, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. জাসেম বিন হোসেন জুম্মন, উপ-দপ্তর সম্পাদক আমিন সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ্ মোঃ নবীউল্লাহ পান্না, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, বোয়াফ রংপুর জেলা শাখার সহ-সভাপতি মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসি