ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

আজ জাতীয় পাট দিবস

প্রকাশিত : ১২:০৭ এএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার

দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। ‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে আজ মঙ্গলবার (৬ মার্চ) দেশে ‘জাতীয় পাট দিবস-২০১৭’ উদযাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

পাট দিবসের গুরুত্ব ও পাট সংক্রান্ত বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়েছে। দুই গ্রুপে এ প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ১১টি ক্যাটাগরিতে আরো ১২ জন ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেবেন।

এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ২৩৫ রকমের বহুমুখী পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এ প্রদর্শনী চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। ‘আগামী ৯ মার্চ রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিবসের মূল অনুষ্ঠান ও ৯ থেকে ১১ মার্চ পাটপণ্যের মেলার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে এর আগে গত শুক্রবার (২ মার্চ) মানিক মিয়া এভিনিউ থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত রোড-শো অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শনিবার (৩ মার্চ) হাতিরঝিলে নৌ-র‌্যালি, ৪ মার্চ জাতীয় যাদুঘর মিলনায়তনে কবিতা পাঠের আসর, ৫ মার্চ সিরডাপ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।

পাট পণ্য উৎপাদন, রফতানি ও রফতানি আয়: গত ২০১০-১১ অর্থবছরে পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল ৭ লাখ ২৯ মেট্রিক টন। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৫ লাখ ৯৬ মেট্রিক টন। টাকার অঙ্কে এর পরিমাণ ছিল ৫ হাজার ১০৪ কোটি ৫৭ লাখ টাকা।

২০১১-১২ অর্থবছরে পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল ৮ লাখ ৮৫ মেট্রিক টন। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৭ লাখ ৩৫ মেট্রিক টন। টাকার পরিমাণ ছিল ৫ হাজার ৬১৮ কোটি ৫৯ লাখ টাকা। ২০১২-১৩ অর্থবছরে পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল ৯ লাখ ৭৭ মেট্রিক টন। একই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ৬৮ মেট্রিক টন। টাকার পরিমাণ ছিল ৬ হাজার ১৬২ কোটি ৬২ লাখ টাকা।

২০১৩-১৪ অর্থবছরে ৯ লাখ ৮৩ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ৮মেট্রিক টন। টাকার পরিমাণ ছিল ৫ হাজার ২২৪ কোটি ২১ লাখ টাকা।

২০১৪-১৫ অর্থবছরে ৮ লাখ ৬৫ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ১৮ মেট্রিক টন। টাকার অঙ্কে ছিল ৫ হাজার ৬০২ কোটি ১৬ লাখ টাকা। ২০১৫-১৬ অর্থবছরে পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল ৯ লাখ ৬৩ মেট্রিক টন। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ২৫ মেট্রিক টন যা টাকার পরিমাণ ছিল ৫ হাজার ৬১ কোটি ৪৬ লাখ টাকা।

২০১৬-১৭ অর্থবছরে ৯ লাখ ৮৩ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ৪ মেট্রিক টন। যা টাকার পরিমাণে ছিল ৬ হাজার ৪৩০ কোটি ৬০ লাখ টাকা।

আর/এসি