শাবিতে আলোর রেখায় জাফর ইকবালের মুখ
প্রকাশিত : ১০:৫৬ এএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মোমবাতির আলোর রেখায় তার মুখাবয়ব তৈরি করে প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিবাদের আয়োজন করে। সিএসই ও ইইই বিভাগের শিক্ষকরাও এই প্রতিবাদে অংশ নেন।
সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া (আইআইসিটি) ভবন থেকে সিএসই ও ইইই বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক বিল্ডিং ‘ডি’তে গিয়ে শেষ হয়। এতে ওই দুই বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মিছিল শেষে একাডেমিক বিল্ডিং ‘ডি’-এর চার তলায় চারপাশ মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় নিচ তলায় মোমবাতি জ্বালিয়ে জাফর ইকবালের মুখাবয়ব তৈরি করা হয়। এর পাশেই মোমবাতির আলোর রেখাতেই ইংরেজিতে লেখা হয় ‘গেট ওয়েল সুন স্যার’।
এর আগে, সোমবার সকালেও সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার মৌন মিছিল বের করে।
উল্লেখ্য, শনিবার বিকের ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ইইই বিভাগের অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ফয়জুল (২৫) নামের এক তরুণ। সঙ্গে সঙ্গে তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। রাত ১১টা ৫৮ মিনিটে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এসএইচ/