২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচী অনুমোদন
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৫ পিএম, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার
পদ্মাসেতু প্রকল্পকে গুরুত্ব দিয়ে আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচী অনুমোদন দেয়া হয়েছে। প্রধানন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ, এনইসির সভায় এ অনুমোদন দেয়া হয়। এডিপিতে ১ হাজার ৩শ’৯৬ টি প্রকল্পের মধ্যে বাজেট প্রাক্কলনে সবচে বেশি বরাদ্দ রাখা হয়েছে স্থানীয় সরকার বিভাগের জন্য।
বৃহস্পতিবার শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অনুমোদন দেওয়া হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর। অনুমোদিত এডিপির ৭০ হাজার ৭০০ কোটি টাকা সরকারী তহবিল এবং বাকি ৪০ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে খরচের লক্ষ্য ঠিক করা হয়। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নিজেদের অর্থ খরচের লক্ষ্য হিসেবে ধরলে যথারীতি মোট এডিপির পরিমান আরো বেশী হবে জানান পরিকল্পনামন্ত্রী।
এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ ১৮ হাজার কোটি দেওয়া হচ্ছে স্থানীয় সরকার বিভাগকে। গেল অর্থবছরে পদ্মাসেতু প্রকল্পে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও সংশোধিত বাজেটে পাঁচ হাজার কোটিতে নামিয়ে আনা হয়, আগামী বাজেটে বরাদ্দ থাকবে ৬ হাজার কোটি টাকার কিছু বেশী।
আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।