ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সিলেটে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলিতে নিহত ২

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:৩৩ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি এলাকার ৩ নম্বর রোড ও ১০ নম্বর রোডের লোকজনের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ১০ নম্বর রোডে গিয়ে কোম্পানিগঞ্জ উপজেলার টেলিখাল ইউপির চেয়ারম্যান আলফু মিয়ার লোকজনের ওপর হামলা চালায় বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৩ নম্বর রোডের বাসিন্দা গৌছ মিয়ার লোকজন। এতে পাঁচজন আহত হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাইকে ঘোষণা দিয়ে ৩ নম্বর রোডে গিয়ে গৌছ মিয়ার লোকজনের ওপর হামলা চালায় আলফু মিয়ার লোকজন। এ সময় তাদের সঙ্গে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। এ সংঘর্ষে বাবুল মিয়া ও মাসুক মিয়া নামের দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত দুজনই গৌছ মিয়ার ভাগ্নে বলে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাক মিঞা বলেন, সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএইচ/