অবদানের স্বীকৃতি পেলেন দুই নারী সাংবাদিক
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই প্রবীণ নারী সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউজে)। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সম্মাননা পাওয়া দুই নারী সাংবাদিক হলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশে নারী সাংবাদিকতার পথিকৃৎ মাহমুদা চৌধুরী। এ ছাড়া শিক্ষা জীবনসহ জাতীয় সংসদকে প্রাণবন্ত রাখায় ও আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকেও সম্মাননা স্মারক দেয় ডিআরইউজে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিআরইউজে আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ওই দুই নারী সাংবাদিককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউজের সভাপতি সাইফুল ইসলাম ও সঞ্চালনা করেন ডিআরইউজের সাধারণ সম্পাদক শুকুর আলী (শুভ)।
এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টিফোর এর বার্তা সম্পাদক শাহানাজ মুন্নী, নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহানাজ শারমীন, সিনিয়র সাংবাদিক সুমি খান, বাসস’র সিনিরয় রিপোর্টর সেলিনা শিউলি, এটিএন বাংলার নাদিরা চৌধুরীসহ সিনিয়র নারী সাংবাদিকবৃন্দ।
জানা যায়, সাংবাদিক মাহমুদা চৌধুরী ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। এ ছাড়া নারী সাংবাদিকতাকে ডেস্ক ছাড়িয়ে মাঠে-ময়দানে নিয়ে গেছেন তিনি। তার আগে কোন নারী সাংবাদিক রিপোর্টিংয়ের মতো চ্যালেঞ্জিং পেশায় ছিলো না। মাহমুদা চৌধুরী ১৯৭৮ সালে বেগম পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন। এরপর সাপ্তাহিক বিচিত্রায় যোগ দেন ১৯৮২ সালে। সেখান থেকে ১৯৯০ সালে দৈনিক দিনকালে যোগ দেন। তবে প্রতিটি জায়গায় তিনি রিপোর্টিংকে পেশা হিসেবে বেঁচে নিয়েছিলেন।
সম্মাননা পাওয়া আরেক নারী সাংবাদিক হলেন জাতীয় প্রেসক্লাবের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর যোগ দেন সাংবাদিকতায়। তিনি ‘দৈনিক বাংলার বাণী’ ও ‘মুক্তকণ্ঠে’ কাজ করেছেন। বর্তমানে দুই দশক ধরে তিনি দৈনিক ইত্তেফাকে কাজ করছেন।
এমজে/