ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় শাবির নিরাপত্তাকর্মী আটক

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৯ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলায় জড়িত সন্দেহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে খালেকুজ্জামান নামের ওই প্রহরীকে আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ জানান। 

এ নিয়ে এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ফয়জুল ছাড়াও পাঁচজনকে আটক করা হলো, যাদের মধ্যে ফয়জুলের বাবা-মাও আছেন। 

প্রক্টর জহির উদ্দিন সাংবাদিকদের বলেন, “তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আটক খালেকুজ্জামান ‘কমান্ডো ফোর্স অ্যান্ড মেইনটেন্যান্স লিমিটেড’-এর অধীনে ক্যাম্পাসে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন।

‘কমান্ডো ফোর্স অ্যান্ড মেইনটেন্যান্স লিমিটেড’-এর সুপারভাইজার গোলাম মোস্তফা বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার কাছ থেকে তালিকা নিয়েছে। আমাদের কোম্পানির অধীনে ক্যাম্পাসে নিরাপত্তা কর্মী হিসেবে তিনি কাজ করেন।”

তিনি বলেন, খালেকুজ্জামানের বাড়ি জাফর ইকবালের ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরের এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে। 

এর আগে ফয়জুরের বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, চাচা আব্দুল কাহের এবং মামা সুনামগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে আটক করা হয়েছে।

এসি