রাত্রীকালীন আবর্জনা অপসারণ শুরু ময়মনসিংহে
প্রকাশিত : ১০:০৬ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:০৮ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
দীর্ঘদিনের দাবির মুখে রাত্রীকালীন আবর্জনা অপসারণের কাজ শুরু হয়েছে ময়মনসিংহ পৌরসভায়। উদ্যোগ সফল করতে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন মেয়র-কাউন্সিলররাও।
জানুয়ারি থেকে শুরু হওয়া পৌর কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরীর নানা শ্রেণি-পেশার মানুষ।
পহেলা জানুয়ারি থেকে রাতের বেলা ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করেছেন ময়মনসিংহ পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা। সচেতনতা বাড়াতে ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে লিফলেট বিতরণ এবং মাইকিং করে প্রচারণাও চালানো হচ্ছে।
পৌর কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানালেও শহরের অলি-গলিতে এর বাস্তবায়ন দেখতে পাচ্ছেন না বলে অভিযোগও আছে।
স্থানীয় বিশিষ্টজন-নাগরিক নেতারা উদ্যোগটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে সফল বাস্তবায়নে লোকবল বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্নকর্মীদের আর্থিক সুবিধা বাড়ানো দরকার বলে মনে করেন তারা।
আয়তনের প্রথম শ্রেণির এই পৌরসভার ২১ ওয়ার্ডে প্রতিদিন গড়ে জমা হয় ১৫০ মেট্রিক টন ময়লা-আবর্জনা।
নগরবাসীকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় লোকবল ও ময়লাবাহী যানের সীমাবদ্ধতা কাটিয়ে উদ্যোগ সফল করার আশা পৌর মেয়রের।
ভিডিও লিংক: