ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

‘বিদেশে কর্মী পাঠাতে প্রশ্রয় পাবে না সিন্ডিকেট’

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩৫ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, দুষ্টচক্রের হাত থেকে অভিবাসন প্রক্রিয়াকে মুক্ত করতে হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব শ্রমবাজার ও বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম বলেন, অভিবাসন প্রক্রিয়াকে আরো সহজ, নিরাপদ ও ব্যয় কমিয়ে অভিবাসী কর্মীদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দক্ষ জনবল তৈরি, উপযুক্ত কর্মপরিবেশ ও সঠিক মজুরি নির্ধারণের লক্ষ্যে কাজ করছি আমরা।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নারী কর্মীদের সুরক্ষায় তাদের বিদেশে পাঠানোর আগে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে পাঠানো উচিত। আমাদের কর্মীরা বিদেশে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন। বর্তমানে ভালো ও শিক্ষিত উদ্যোক্তা যুক্ত হওয়ায় এ খাতে শৃঙ্খলা ফিরে এসেছে।

আর/টিকে