ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার শুভ সূচনা

প্রকাশিত : ১১:০২ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:২৩ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারতকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ভারতের দেওয়া ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে ১.৩ ওভার হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায় লঙ্কানরা।

এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করে ভারত।

৩৭ বলে ৬৬ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছে কুশাল পেরারা। এছাড়া দানুশকা গুনাথিলাক করেন ১৯, থিসারা পেরেরা ২২, কুশাল পেরেরা ১১, ডিনেশ চান্দিমাল ১৪, সানাকা ১৫ এবং উপল থারাঙ্গা করেন ১৭ রান।

খেলার শুরুতে দলীয় ৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে পড়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান। ক্রিজে ধাওয়ানের সঙ্গী হন মনীষ পান্ডে। তৃতীয় উইকেটে ঝুটিতে তারা যোগ করেন ৯৫ রান। ৩৫ বলে ৩৭ করে মনীষ পান্ডে সাজঘরে ফিরলেও ধাওয়ান এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত তার ইনিংসটি থেমে যায় ৯০ রানে। ৪৯ বলের ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান ভারতীয় এই ওপেনার।

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দলে না থাকায় নিদাহাস ট্রফিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। কলম্বোয় নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে মারকুটে এই ওপেনার শুরুতেই ধরেন সাজঘরের পথ। তিনি আউট হন শুন্য রানে।

ইনিংসের চতুর্থ বলে লঙ্কান পেসার দুষ্মন্ত চামিরাকে তুলে মেরেছিলেন রোহিত। ক্যাচটি তালুবন্দী করে নেন মেন্ডিস। পরের ওভারের শেষ বলে নুয়ান প্রদীপ বোল্ড করে দেন সুরেশ রায়নাকে। আউট হওয়ার আগে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ১ রান।

শ্রীলঙ্কার পক্ষে ৩৩ রানে ২টি উইকেট নেন দুষ্মন্ত চামিরা। একটি করে উইকেট নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস আর দানুষ্কা গুনাথিলাকার।

আর/টিকে