ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

১০০ কোটির মাইলফলকে উইচ্যাট

প্রকাশিত : ১১:২৮ এএম, ৭ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ১১:২৯ এএম, ৭ মার্চ ২০১৮ বুধবার

মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। গত সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন উইচ্যাটের মূল প্রতিষ্ঠান টেনসেন্টের প্রধান নির্বাহী পনি মা।

চীনা এই অ্যাপ্লিকেশনটি অল-ইন-ওয়ান অ্যাপ হিসেবে খ্যাত। এটি মেসেজিং, সোশ্যাল মিডিয়া, মোবাইল পেমেন্ট, গেমস, খবরসহ নানা সুবিধা দিয়ে থাকে।

উইচ্যাটে ভবিষ্যতে আরও কারিগরি উদ্ভাবন যুক্ত হবে বলে জানান পনি মা। গত বছর প্রতিষ্ঠানটি বাজারে আর্থিক মূল্যের হিসাবে ফেসবুককে ছাড়িয়ে যাওয়ায় ৪৭ বছর বয়সী মা চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তালিকায় উঠে আসেন। উইচ্যাটের মোবাইল গেম থেকে আসা লাভ ও উইচ্যাটের ব্যবহার বাড়ায় টেনসেন্টের আয় ও শেয়ারের দাম বেড়ে গেছে।

উল্লেখ্য, বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকে সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে। সাইটটিতে প্রায় ২১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে বর্তমানে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৫০ কোটি।

একে// এআর