বাংলাদেশ সীমান্তে ১২শ নিরাপত্তা চৌকি বসাচ্ছে ভারত
প্রকাশিত : ০১:১৯ পিএম, ৭ মার্চ ২০১৮ বুধবার
নিরাপত্তা ও চোরাচালানি প্রতিরোধের নামে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ১২০০ নিরাপত্তা চৌকি বসাতে যাচ্ছে। শুধু বাংলাদেশ সীমান্তেই নয়, পাকিস্তান সীমান্তেও দেশটি নিরাপত্তা চৌকি বাড়াতে যাচ্ছে। এ ছাড়া কাশ্মীরে সৈন্য সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তে ১ হাজার ১৮৫টি নিরাপত্তা চৌকি স্থাপনের অনুমোদন দিয়েছে ভারত সরকার। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সোমবার দেশটির লোকসভায় এ তথ্য জানান। তিনি আরও জানান, ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তের জন্য ইতোমধ্যে বর্ডার প্রোটেকশন গ্রিড (বিপিজি) গঠন করা হয়েছে।
এক প্রশ্নের লিখিত জবাবে কিরেন রিজিজু বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের জন্য এক হাজার ১৮৫টি নিরাপত্তা চৌকি স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। বক্তব্যে তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিপিজি গঠন করা হয়েছে।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস
এমজে/