ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

সিরাজগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৭ মার্চ ২০১৮ বুধবার

সিরাজগঞ্জের এনায়েতপুরে সোনিয়া খাতুন (২৪) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর হোসেন পলাতক রয়েছে।

বুধবার ভোরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। সোনিয়া এনায়েতপুর থানার রুপনাই গ্রামের আব্দুল খালেকের মেয়ে বলে জানা গেছে।

আগে গতকাল মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানার গোপালপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় তার স্বামী জাহাঙ্গীর হোসেন। পরে সে পালিয়ে গেলে সোনিয়ার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। সেখান থেকে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, মঙ্গলবার রাতে গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহত গৃহবধূর মা নুরুন্নাহার খাতুন বাদী হয়ে জামাই জাহাঙ্গীর হোসেনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। আসামি জাহাঙ্গীরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

একে// এআর