আফগান নারীরাই চালাচ্ছেন টিভি কেন্দ্র!
প্রকাশিত : ০৪:১৯ পিএম, ৭ মার্চ ২০১৮ বুধবার
তালেবান রক্তচক্ষু উপেক্ষা করে আফগান নারীরাই চালাচ্ছেন টিভি কেন্দ্র। এ ঘটনাটি যদি আফগানিস্তানে না হয়ে বিশ্বের অন্য কোনো স্থানে হতো, তাহলে হয়ত তা এতটা গুরুত্ব বহন করত না। কিন্তু আফগানিস্তানে, যেখানে নারীদের ওপর প্রচণ্ড চাপ রয়েছে সর্বদা, সেখানেই এ অসাধ্য সাধন করেছেন তারা। প্রধানত নারীরাই চালাচ্ছেন আফগানিস্তানের একটি টিভি কেন্দ্র।
আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানদের শাসন চলেছে। এখনো তালেবানরা দেশটির বেশ কিছু অংশ নিয়ন্ত্রণ করছে এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের সবচেয়ে বড় শত্রু যেন নারীরা। কর্মক্ষেত্র থেকে বাদ দিয়ে তাদের গৃহবন্দী করতেই আগ্রহী তালেবানরা। আর নারীদের এ টিভি কেন্দ্র পরিচালনার বাধাও তালেবানরাই। তবে তাদের রক্তচক্ষু উপেক্ষা করেই চলছে এ টিভি কেন্দ্র।
নারীদের স্কুল-কলেজ বন্ধ করে দেওয়াই শুধু নয়, নারীদের সাংবাদিকতাও তালেবানদের অন্যতম অপছন্দের কাজ। আর তাদের উপেক্ষা করেই কেন্দ্রটিতে কাজ করছেন বহু নারী।
টিভি কেন্দ্রটির অনুষ্ঠান নির্মাণ, উপস্থাপনা, পরিকল্পনা, ক্যামেরা পরিচালনা, এডিটিং ইত্যাদি অধিকাংশ কাজই করছেন নারীরা। আর এ অনুষ্ঠানগুলো দেখে যুদ্ধবিধ্বস্ত দেশটির নারীরা নতুন পথের দিশা পাবেন, এমনটাই আশা করছেন তারা।
সূত্র : সিএনএন।
এসএইচ/