চাঁপাইয়ে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৭ মার্চ ২০১৮ বুধবার
চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাঙ্গা নামক গ্রামে অভিযান চালিয়ে ১৬০০ পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আশরাফুল ইসলাম (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। জব্দ হওয়া এসব ইয়াবার মূল্য প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মোঃ আশরাফুল ইসলাম জেলার সদর থানার চরবাগডাঙ্গা গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে বলে জানা গেছে।
র্যাব-৫ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা গ্রামে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম তার বসত বাড়ীর একটি কক্ষের ভিতর নিষিদ্ধ মাদক সর্বনাশা ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরার লক্ষ্যে র্যাবের অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ১৬০০ পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা। এ সময় ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ১টি মেমোরী কার্ডও জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, আশরাফুল ইসলাম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।
একে// এআর