ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

বিজরীর কাজের বুয়া দীপা

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৭ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০৮:৫৮ পিএম, ৭ মার্চ ২০১৮ বুধবার

বিজরী বরকতুল্লাহ ও দীপা খন্দকার দু’জনই টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী। তারা একসঙ্গে বহুনাটকে অভিনয় করেছেন। এবার নির্মাতা চয়নিকা চৌধুরীর ৩৪৯তম নাটকেও অভিনয় করেছেন তারা। নাটকটির নাম ‘মেঘমুখী, তুমি সূর্যমুখী হও’। ইফফাত আরেফিন তন্বীর রচনায় নাটকটিতে দুটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করলেন এ দুই অভিনেত্রী।

এতে বিজরীকে একজন স্কুল টিচার হিসেবে দেখা গেলেও দীপা খন্দকারকে দেখা যাবে বাসাবাড়ির কাজের বুয়ার চরিত্রে। বিজরী নিজের ব্যক্তিগত জীবন থেকে শিক্ষা নিয়ে বস্তিতে গিয়ে মেয়েদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করে। 

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, আন্তর্জাতিক নারী দিবস গুরুত্বপূর্ণ একটি দিন। নারীরা এখন প্রায় প্রতিটি ক্ষেত্রে সফল হচ্ছেন। এই নাটকেও নারীর সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।

নির্মাতা আরও বলেন, গল্পের প্রয়োজনেই এ নাটকে বেশ কয়জন সিনিয়র শিল্পীকে নিয়ে কাজ করেছি। সবাই চমৎকার অভিনয় করেছেন। দর্শক নাটকটি দেখার পরই বুঝতে পারবেন পুরো টিম কতটা কষ্ট করে কাজটি দাঁড় করিয়েছে।

দীপা খন্দকার বলেন, এই নাটকটিতে যে ধরনের চরিত্রে কাজ করেছি এ ধরনের চরিত্র একজন শিল্পীকে দীর্ঘদিন দর্শকের মাঝে বাঁচিয়ে রাখে। সবকিছু মিলিয়েই আমার মনে হয়, নাটকটি ভালো হয়েছে। বাকিটা দর্শকের কাছেই ছেড়ে দিলাম।

বিজরী বলেন, এ নাটকের চিত্রনাট্য খুব ভালো। এখানে নারীর অধিকার ও শিশু অবমাননার প্রসঙ্গ প্রাধান্য পেয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো- এ নাটকে পুরনো সহকর্মীদের সঙ্গে অনেক দিন পর কাজ করা হলো। দীপা খন্দকার ও আনোয়ার হোসেন বুলুর সঙ্গে শেষ কবে কাজ করেছিলাম জানি না। ২০১৬‘তে একটা নাটকে সর্বশেষ চয়নিকা বৌদির সঙ্গে কাজ করা। প্রায় অনেক দিন পর তার সঙ্গে কাজ করা। সবমিলে চমৎকার অভিজ্ঞতা।

এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাজ্জাদ হোসেন, মেঘলা, বরষা এবং বিশেষ একটি চরিত্রে তাজিন আহমেদ।

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

এসি