ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

সন্ধ্যায় ভারতের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। নিজেদের বাজে সময়ের ইতি টানতে জয়ে চোখ রেখে খেলতে নামবে কোর্টনি ওয়ালশের দল।

সব শেষ সিরিজে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সেই হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে টাইগাররা। ইনজুরির কারণে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকতে পারলেও শক্তিশালী ভারতের বিপক্ষে সময়ের প্রয়োজনে বেশ সজাগ হয়েই মাঠে নামছে তামিম-মাহমুদউল্লাহ-মুস্তাফিজরা।

নিয়মিত একাদশ ছাড়া খেলতে নেমে রোহিত শর্মার নেতৃত্বে নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ভারত। তাই বাংলাদেশর বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা ব্যাকফুটে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের দিনে খেলোয়াড়দের বাৎসরিক বেতন-বোনাস বৃদ্ধির ঘোষণায় কিছুটা চনমনে হয়ে মাঠে নামতে পারে ভারত।

বাংলাদেশ ও ভারত এ পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে পাঁচটি। তবে পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। এর মধ্যে টাইগারদের সেরা উত্তেজনার ম্যাচ ছিল ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১ রানের হার।

ভারতীয় দলে আজ বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতো অভিজ্ঞরা না থাকায় মাঠের লড়াইয়ে কিছুটা সহায়তা পেতে পারে বাংলাদেশ। মাঠে নামার আগের দিন বিশ্বকাপে বেঙ্গালুরুর বিপক্ষে করা সেই ভুলের পুনরাবৃত্তির না করার কথা জানিয়েছেন সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ।

২০১৫ বিশ্বকাপ থেকে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেটে বিশ্বকে নিজেদের জানান দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দলটির বর্তমান বাজে পারফরম্যান্সে রীতিমত হতাশ টাইগার ভক্তরাও। বাংলাদেশের শেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচে জয় আছে মাত্র একটিতে। তাই নিদাহাস ট্রফিতে ম্যাচ জিতে আবারও সমর্থকদের হাসি আর নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার অপেক্ষায় থাকবে বাংলাদেশ দল।

এসএইচ/