ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বিজিবির মহাপরিচালক আবুল হোসেন প্রত্যাহার

প্রকাশিত : ১০:৫৬ এএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পদ থেকে আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। তবে বিজিবির নতুন ডিজি হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আমাদের কাছে আদেশ জারির জন্য প্রস্তাব পাঠালে আমরা আদেশ জারি করি। কেন নিয়োগ কিংবা সরিয়ে নেওয়া হয় তা এখানে আমাদের জানার সুযোগ নেই।

উল্লেখ্য, রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৬ সালের ২ নভেম্বর বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো আবুল হোসেনকে।

/ এআর /