ক্রীড়াঙ্গনে এগিয়ে যাচ্ছে দেশের মেয়েরা
প্রকাশিত : ১২:২১ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

ক্রীড়াঙ্গনেও এগিয়ে যাচ্ছে দেশের মেয়েরা। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, সাঁতার, ভারত্তোলন- কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই তারা। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীদের জয়গান ছড়িয়ে পড়ছে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক ক্ষেত্রেও।
পুরুষের পাশাপাশি দেশের মেয়েরাও এখন মাঠ কাঁপাচ্ছেন। দুই দশক আগেও একশ্রেণির মানুষের বাঁধায় হুমকির মুখে পড়েছিল এদেশের মহিলা ফুটবলের ভবিষৎ। উত্তরণ ঘটেছে সেই পরিস্থিতির। শুধু দেশেই নয়, নারী ফুটবলারদের সাফল্যগাঁথা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। অনুর্ধ্ব-১৬ সাফ ফুটবলের শিরোপা জিতে নারী ফুটবলাররা দেশের জন্য বয়ে এনেছেন অনন্য সম্মান।
মাঠ কাঁপানো এসব নারী বলছেন, শুধু একটি দিবসের মধ্যে নারীকে আবদ্ধ রাখা ঠিক নয়।
খেলার পাাশপাশি সংগঠক হিসেবেও ক্রীড়াঙ্গনে কাজ করছেন অনেক নারী। জাতীয় পর্যায় ছাড়িয়ে পা রাখছেন আন্তর্জাতিক অঙ্গনে। তেমনি একজন ফুটবল ফেডারেশনের নারী কমিটির প্রধান ও বাংলাদেশ থেকে নির্বাচিত প্রথম ফিফা কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ। তার মতে, নারী পুরুষ একসঙ্গে কাজ করলে এদেশের নারীরা ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে আরও উঁচুতে তুলে ধরতে পারবেন।
এসএইচ/