১০ দিনের রিমান্ডে ফয়জুর
প্রকাশিত : ০২:১৩ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪৫ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুলকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।
জালালাবাদ থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম রিমান্ডের খবর নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১১টার দিকে ফয়জুরকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ফয়জুর গত চার দিন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এসময় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ওরফে ফয়জুল। ঘটনাস্থলেই শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
এদিকে আহত ড. জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নিয়ে আসা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
এসএ/