সুইজারল্যান্ড ফুটবলার স্কট সাটারের জন্মদিন আজ
প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৩ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:২২ পিএম, ১৩ মে ২০১৬ শুক্রবার
স্কট লি সাটার সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার। রাইট ব্যাকেও খেলে থাকেন। ইংল্যান্ডের লন্ডনে সাটারের জন্ম ১৯৮৬ সালের ১৩ই মে।
স্কট সাটারের মা ইংলিশ আর বাবা সুইস। জন্ম ইংল্যান্ডে। বেড়ে ওঠা ইংলিশদের দেশেই। এমনকি ফুটবলের সঙ্গে ঐ সময়টাতেই সখ্যতা গড়ে ওঠে স্কটের। ছোটবেলায় দারুণ বক্ত ছিলেন টটেনহ্যামের। বলতে টটেনহ্যামের প্রতি ভালো লাগা থেকেই ফুটবলের দিকে ঝুকে পড়া। ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিভিন্ন ক্লাবের হয়ে খেলেন এই সুইস তারকা।
২০০২ সালে ১৬ বছর বয়সে সুইজারল্যান্ডে স্থায়ীভাবে চলে যান স্কট সাটার। সেখানেই জুরিখের গ্রাসহুপার ক্লাবে যোগ দেন তিনি। ২০০৭-০৮ মৌসুম চলাকালে গোড়ালির ইনজুরিতে পড়ে অস্ত্রপচারও হয় তাঁর। ২০০৯ সালে গ্রাসহুপারের সঙ্গে চুক্তি শেষ হলে ইয়াং বয়েজে চলে যান সাটার। ২০১২ সালে জুরিখে ধার হিসেবে খেলেন স্কট সাটার।
সুইজারল্যান্ডে যাওয়ার বছরখানেকের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ডাক পান স্কট। অনুর্ধ্ব-১৮ এবং ১৯ দলের মূল দলে জায়গা হয়ে যায় এই প্রতিভাবান ফুটবলারের। ২০০৬ সালে সুইজারল্যান্ড মূল দলের হয়ে মাঠে নামেন নিজের জন্মস্থান ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলার মধ্য দিয়ে। ২০১০ সাল থেকে আছেন সুইজারল্যান্ড জাতীয় দলে।