ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

তিন নম্বর পজিশন নিয়েই চিন্তা মাহমুদুল্লাহর

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

নিদাহাস ট্রফির লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের টাইগাররা। তার আগে আরেকটি সমস্যা মিটিয়ে মাঠের লড়াইয়ে মনোনিবেশ করতে হবে বাংলাদেশকে। প্রতিটি সিরিজের আগে বাংলাদেশ দলকে যে প্রশ্নটির মুখোমুখি হতে হয় সেই প্রশ্ন উঁকি দিচ্ছে এবারও, তিন নম্বরে ব্যাট করবেন কে?

অধিনায়ক মাহমুদউল্লাহ নিশ্চিত না করলেও জানিয়েছেন তিনজনের সম্ভাবনার কথা। তিনি সাব্বিরের প্রতি সমর্থন জানিয়েও ইঙ্গিত দিয়ে রাখলেন লিটনের দিকে। সাব্বির তিনে ভালো করছিল টি-টোয়েন্টিতে। তবে সাম্প্রতিক সময়ে ভালো করতে পারেনি। তার কথায় ইঙ্গিত, তিনে ব্যাট করার দৌড়ে এগিয়ে লিটন কুমার দাস। প্রস্তুতি ম্যাচে লিটন অবশ্য ব্যাট করেছেন ওপেনিংয়ে। তামিম ইকবাল ছিলেন বিশ্রামে। মূল ম্যাচে তামিমের সঙ্গে সৌম্য সরকারের ওপেন করাটা একরকম নিশ্চিতই। সেক্ষেত্রে লিটনকে খেলানো হতে পারে তিনে।  

ম্যাচের আগে কৌশলগত কারণেই হয়ত পুরোটা খোলাসা করতে চাইলেন না অধিনায়ক। গতকাল তিনি বলেছিলেন, কালকেই (আজ) দেখতে পাবেন কাকে তিনে খেলাই।

ত্রিদেশীয় সিরিজে ওয়ানডের ঘরের মাঠে সাকিব আল হাসানকে দেখা গিয়েছিল ওয়ান ডাউনে। যদিও টি-টোয়েন্টি দিয়েই দক্ষিণ আফ্রিকার মাঠে দলনায়ক তিনে নামার শুরুটা করেছিলেন। তিন নম্বরে বেশ সফলও ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু আঙুলের চোট নিয়মিত অধিনায়ককে ছিটকে দিলে সে জায়গাটায় এসেছিলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচটায় খারাপ করেছিলেন। তবে প্রথম ম্যাচে দেখা পেয়েছিলেন ক্যারিয়ার-সেরা ইনিংসের। সাব্বির রহমান একটা সময় ২০ ওভারের ক্রিকেটে নিয়মিতই ছিলেন ওয়ান ডাউনে। যদিও বাজে ফর্মে প্রিয় ফরম্যাটের প্রিয় জায়গাটা হারাতে হয় মারকুটে এই ব্যাটসম্যানকে।

লিটন দাস ত্রিদেশীয় সিরিজে প্রথমে দলে না থাকলেও সাকিবের বদলে ঢুকেছেন। লিটনের ১৮ বলে ৪০ রানের সে ইনিংসে তিন নম্বরের জন্য প্রার্থী বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

ভারতের বিপক্ষে মাঠে ঠিক কোন একাদশটা নামবে, সে নিয়ে এখনও ভাবনাতেই আছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। একাদশ নামানোর আগে প্রতিপক্ষকেও মাথায় রাখছেন অধিনায়ক।

নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে গেছে ভারত। আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

একে// এআর