১৮ নারীকে যৌন নিপীড়ন: হার্ভার্ড প্রফেসরের পদত্যাগ
প্রকাশিত : ০৪:০১ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
যৌন নিপীড়নের দায়ে পদত্যাগ করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রফেসর জর্জ ডমিনগেজ । ৭২ বছর বয়সী এই প্রফেসরের বিরুদ্ধে অন্তত ১৮ নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর তিনি পদত্যাগ করেন।
যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে গত রোববার সন্ধ্যায় প্রফেসর জর্জ ডমিনগেজকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর গত মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন ডমিনগেজ।
উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন জর্জ ডমিনেজ। এসময় একাধিক বার তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বেশ কয়েকজন নারীকে ডমিনগেজ জোর খাটিয়ে চুমু দেওয়ার চেষ্টা করেন বলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের `ক্রনিক্যাল অব হাইয়ার এডুকেশন`র পক্ষ থেকে অভিযোগ আনা হয়। কমপক্ষে ১৮ জন নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ করা হয়েছে এই প্রফেসরের বিরুদ্ধে। ১৯৮৩ সালে ডমিনগেজের বিরুদ্ধে এক নারী প্রফেসরকে গুরুতর যৌন হয়রানির অভিযোগও ওঠে এসেছে ক্রনিক্যাল`র রিপোর্টে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
একে// এআর