ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

‘পুরুষের চেয়ে এগিয়ে যাচ্ছে নারী’

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

পুরুষের সমান তালে নয়, বরং তার চেয়ে বেশি গতিতে এগিয়ে যাচ্ছে নারী। হাজারো প্রতিবন্ধকতা মাড়িয়ে নারীর এমন এগিয়ে যাওয়াকে সম্মানের সাথে দেখছেন ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

এই তারকা খেলোয়াড় আজ ৮ মার্চ, বিশ্ব নারী দিবসে  তার টুইট অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে নারীদের শুভেচ্ছা জানিয়েছেন।

টুইট বার্তায় কোহলি বলেন, পুরুষ ও নারী সমান নয়। আমি চাই, তারা সমধিকার পাক। কিন্তু সত্যি বলতে বাস্তবতা ভিন্ন। যৌন নির্যাতন, বৈষম্য, পুরুষতান্ত্রিকতা, পারিবারিক নির্যাতন, ভয়-ভীতি প্রদর্শনের মতো ঘটনা নিত্য দিনের। তাদের প্রতি এসব বৈষম্যমূলক আচরণের তালিকা হয়তো আরো লম্বা হবে। তালিকা এতো লম্বা হলেও হাজারো বাধার পরেও নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে চলছে। আপনি মনে করেন, এখনো তারা পুরুষদের সঙ্গে সমানতালে এগোচ্ছে?  না, তারা পুরুষদের চেয়েও বেশি এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সকল নারীকে নারী দিবসের শুভেচ্ছা।

এবারের বিশ্ব নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা’। আজকের নারী দিবস পালনের মূল অনুঘটক হিসেবে কাজ করছে সারা বিশ্বে নারীদের ওপর চলতে থাকা বৈষম্য, নির্যাতন ও তার পরিপ্রেক্ষিতে করা প্রতিবাদ। পৃথিবীজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। নানা শ্রেণি-পেশার মানুষ নারীদের শুভেচ্ছা জানাতে ভুল করছেন না।

 

আরকে//