ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ছাত্রলীগের সম্মেলন স্থগিত

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের আসন্ন সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ৩১ মার্চ সংগঠনটির ২৯ তম সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আদেশে স্থগিত করা হয়েছে এই সম্মেলন।

সম্মেলনে ইস্যুতে দলীয় সভানেত্রীর সঙ্গে আজ বৃহস্পতিবার বিকালে সাক্ষাত করেন সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এ সাক্ষাতে সম্মেলন স্থগিত করার নির্দেশ দেন শেখ হাসিনা।

এ বিষয়ে সাইফুর রহমান সোহাগ গণমাধ্যমকে বলেন, ৩১ মার্চের সম্মেলন এই মুহুর্তে হচ্ছে না। পরে যখন হবে সেই তারিখ জানিয়ে দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে ৩১ মার্চ সম্মেলন করার নির্দেশনা দিয়েছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

যদিও গতকাল ৭ মার্চের সভায়ও প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাদের সম্মেলন করার পুনঃনির্দেশনা দিয়েছিলেন।

//এস এইচ এস// এআর