ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

আশা দেখাচ্ছেন সাব্বির-লিটন

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৮ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

উদ্বোধনী জুটিতে শুভ সূচনা করলেও এবার চাপে রয়েছে টাইগাররা। ৪ ইউকেট হারিয়ে ইতোমধ্যে ব্যাকফুটে রয়েছে মাহমুদুল্লাহরা। ঠিকঠাকভাবেই এগোচ্ছিল টাইগাররা। তবে মাহমুদুল্লাহর বিদায়, টাইগারদের চাপে ফেলে দিয়েছে।

উদ্বোধনী জুটিতে ২০ রান হতেই প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। এর কিছুক্ষণ পরই তার পথ ধরেন তামিম ইকবাল। মুশফিকুর রহমান কিছুটা আশা জাগালেও ঠিকতে পারেননি বেশিক্ষণ। এ তিন ব্যাটসম্যানই ২০ এর কোটা পেরোতে পারেনি। সৌম্য, তামিম ইকবাল ও মুশফিকুর রহমান করেন যথাক্রমে ১৫, ১৪ ও ১৮ রান। তবে মাহমুদুল্লাহ রানের খাতায় সিঙ্গেল যোগ করতেই বিদায়। করেছেন মাত্র ১ রান। এতেই মূলত চাপে পড়ে বাংলাদেশ। 

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ রান। ক্রিকেট বোদ্ধারা বলছেন, এই মাঠে জিততে হলে অন্তত ১৮০ এর উপর টার্গেট দিতে হবে।