ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

সিরিয়া রক্ষায় আসু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন: এরদোগান

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

সিরিয়ার পূর্ব ঘৌটাসহ ক্ষতিগ্রস্থ অঞ্চলের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য ইরান ও তুরস্ককে প্রচেষ্টা চালাতে হবে বলে জনিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বুধবার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে এক টেলিফোনালাপে তিনি এ কথা বলেন।

সিরিয়ার পূর্ব ঘৌটা এলাকার পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক উল্লেখ্য করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য আসু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যত দ্রুত সম্ভব পূর্ব ঘৌটা অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এ জন্য হেতরান ও আঙ্কারা বিরাট ভূমিকা পালন করতে পারে।

এরদোঘান বলেন, বিপর্যয় রোধে সাহায্য করতে এবং সেখানে যাতে টেকসই যুদ্ধবিরতি কার্যকর করা যায় সে চেষ্টা চালাতে হবে।

টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসীদের পক্ষ হতে রাজধানী দামেস্ককে লক্ষ্য করে গোলাবর্ষণ বন্ধ করতে হবে। এছাড়াও সেখানে আটকেপড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে বের হয়ে আসার সুযোগ করে দিতে হবে।

সূত্র: ডেইলি সাবাহ

 

এমএইচ/