ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

১৩৯-এ থেমে গেল টাইগারদের ইনিংস

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৬ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুশফিকুর রহমান দুই অঙ্কের ফিগার ছুঁলেও ইনিংসকে বেশি দূর লম্বা করতে পারেনি। লিটন দাস ও সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দুইজনই ফেরেন ৩০ এর ঘরে। এতে মাত্র ১৩৯ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস। 

এরআগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২০ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। এর কিছুক্ষণ পরই তার পথ ধরেন তামিম ইকবাল। মুশফিকুর রহিম কিছুটা আশা জাগালেও টিকতে পারেননি বেশিক্ষণ। এ তিন ব্যাটসম্যানই ২০ এর কোটা পেরোতে পারেননি। সৌম্য, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম করেন যথাক্রমে ১৫, ১৪ ও ১৮ রান।

তবে মাহমুদুল্লাহ রানের খাতায় সিঙ্গেল যোগ করতেই বিদায়। করেছেন মাত্র ১ রান। এতেই মূলত চাপে পড়ে বাংলাদেশ। এরপর সাব্বির-লিটনও টাইগারদের বড় স্কোর গড়ার স্বপ্ন দেখান। তবে লিটন দাস ফেরার পর সাব্বিরও তার পথ ধরেন। লিটন দাস ৩০ বলে ৩৪ রান ও সাব্বির রহমান ২৬ বলে ৩০ রান করেন। 

শ্রীলঙ্কার পেস বোলার উনাদকত ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। এ ছাড়া যুবেন্দ্র চাহাল ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। এবার দেখার পালা বাংলাদেশি বোলাররা পরাজয় এড়াতে কতটুকু আঘাত হানতে পারে।