ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

রায়না-ধাওয়ানে জয়ের পথে ভারত

প্রকাশিত : ১০:৪২ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪২ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

ভারতীয় দলের মারকুটে ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার ধারাবাহিক ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তে ছুঁটছে ভারত। বিশেষ করে শিখর ধাওয়ানের নির্ভয় ব্যাটিংয়ে ভর করেই এগোচ্ছে ভারত। জয় থেকে মাত্র ৩৯ রান দূরে রয়েছে তারা। হাতে আছে আারও ৭ উইকেট। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১৩ ওভারে ১০৪ রান। শিখর ধাওয়ান পেয়েছেন হাফ সেঞ্চুরি। ৩৭ বলে ৫২ রানে অপরাজিত আছেন শিখর ধাওয়ান। অন্যদিকে সুরেশ রায়না ২৬ বলে ২৮ রান তুলে বিদায় নিয়েছেন।