ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

পাবনার গনহত্যা দিবস আজ

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৪ মে ২০১৬ শনিবার | আপডেট: ১১:৪৬ এএম, ১৪ মে ২০১৬ শনিবার

পাবনার ফরিদপুর উপজেলার বাউশগাড়ী ডেমরা গণহত্যা দিবস আজ। একাত্তরের এই দিনে ঐ  এলাকা নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় পাক হায়েনারা। পাক বাহিনী ও তাদের দোসর স্থানীয় রাজাকারদের সহায়তায় ফরিদপুর উপজেলার ডেমড়া ও পাশের বাউশগাড়ী গ্রামের  প্রায় ৮শ নিরিহ মানুষকে হত্যার পর গণকবর দেয়। ১৯৭১ সালের ১২ মে জেলার বিভিন্ন এলাকা থেকে রাজাকারেরা হিন্দু অধ্যুষিত এই এলাকায় এসে স্থানীয় রাজাকারদের সঙ্গে পরিকল্পনা করে। এরপর ১৪ মে রাজাকারদের সহায়তায় পাক সেনারা ডেমড়া ও পাশের বাউশগাড়ী গ্রামে হামলা চালায়। দিবসটি পালন উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধার কর্মসুচী গ্রহন করেছে।