ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

মিলানের মাঠে আর্সেনালের জয়

প্রকাশিত : ১০:১২ এএম, ৯ মার্চ ২০১৮ শুক্রবার

মৌসুমের শুরু থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্নছাড়া আর্সেনাল লিগের শেষ তিন ম্যাচে হেরেছে। মাঝে এফএ কাপেও হেরেছে সিটির কাছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার হারের পর আর্সেনাল শিবিরে অবশেষে একটু স্বস্তির হাওয়া। বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে এসি মিলানের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।  

মিলানের সান সিরোয় ম্যাচের শুরু থেকেই স্বাগতিক শিবিরে আক্রমণ করে খেলতে থাকে আর্সেনাল। ম্যাচের ১৫তম মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের গোলে এগিয়ে যায় অতিথিরা। ওজিলের পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডান-পায়ের জোড়াল শটে বল জালে জড়ান আর্মেনিয়ার তারকা উইঙ্গার। জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা আর্মেনিয়ার এই উইঙ্গারের নতুন দলের হয়ে এটা প্রথম গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মিখিতারিয়ানের আরেকটি প্রচেষ্টা ক্রসবারে লাগে। এর তিন মিনিট পরেই মেসুত ওজিলের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র‌্যামজি।

বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ চললেও কোন দলই আর গোলের দেখা পায়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা। আগামী বৃহস্পতিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে হবে শেষ ষোলোর ফিরতি পর্ব।

সূত্র: গোল ডটকম।

একে// এসএইচ/