ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রাজবাড়ীর রিপন কাঠমিস্ত্রির কাজ করেও এস.এস.সি. পরীক্ষায় পেলো গোন্ডেন এ প্লাস

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৪ মে ২০১৬ শনিবার | আপডেট: ১১:৪৯ এএম, ১৪ মে ২০১৬ শনিবার

দিনভর কাঠমিস্ত্রির কাজ করেও এস.এস.সি. পরীক্ষায় গোন্ডেন এ প্লাস পেলো রাজবাড়ীর রিপন। দারিদ্রকে হার মানিয়ে নিজের মেধা, একাগ্রতা আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে এমন ফল পেয়েছে সে। এই সাফল্যে খুশী তার অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। পরিবারের বড় সন্তান হওয়ায় কাঠমিস্ত্রি বাবার দায়িত্বটা আগেভাগেই বর্তেছে মেধাবী ছাত্র রিপনের কাঁধে। রাজবাড়ির কালুখালীর মৃগী ইউনিয়নের কাঠমিস্ত্র ইউনুছ আলীর ছেলে রিপন মাহমুদ। ৩ ভাই বোনের মধ্যে সবার বড় রিপন শিক্ষাজীবনের শুরু থেকেই একাগ্রচিত্তের। পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় সে। অর্থের অভাব ছিলো ঠিকই, তবে পিছিয়ে যায়নি। শিক্ষক, সহপাঠী, এলাকাবাসীর সহযোগীতায় ২০১৩ সালে জেএসসি পরীক্ষাতেও ট্যালেন্ট পুলে বৃত্তি পায় রিপন। বৃত্তির টাকায় রিপন অংশ নেয় এসএসসি পরীক্ষায়। এবারও ভাল ফলাফলের ধারাবাহিকতায় গোল্ডেন এ প্লাস পায় সে। ভালো মানুষ হওয়ার পাশাপাশি একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে রিপন। তারা বলছেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে, পাল্টে যেতে পারে মেধাবী এই কিশোরের জীবন।