ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

আবাসিক এলাকা থেকে ব্যবসা প্রতিষ্ঠান উঠে গেলে ১ লাখেরও বেশী মানুষ বেকার হয়ে যাবে

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৪ মে ২০১৬ শনিবার | আপডেট: ০২:৩২ পিএম, ১৪ মে ২০১৬ শনিবার

সরকারী নির্দেশনা অনুযায়ী আবাসিক এলাকা থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান উঠে গেলে, পর্যটন শিল্প সংশ্লিষ্ট খাত থেকে এক লাখেরও বেশী মানুষ বেকার হয়ে যাবে বলে দাবী করেছে ফেডারেশন অব হোটেল গেস্ট হাউজ অ্যান্ড রেস্টুরেন্ট ওর্নাস এসোসিয়েশন । শনিবার সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েল বেনকুয়েট হলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে সংগঠনটি । পর্যটন বাঁচাও দেশ বাঁচবে, পর্যটন বাঁচাও অর্থনীতি বাঁচবে শিরোনামের এই সংবাদ সম্মেলনে বক্তারা দাবী করেন পোষাক শিল্পের মতন হোটেল ব্যবসা থেকেও বৈদেশিক মুদ্রা আসে যা জাতীয় অর্থনীতিতে প্রভাব রাখে । এসময় ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিলে বিদেশীদের আবাসন সংকট বাড়বে একই সাথে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে বলেও দাবী করে সংগঠনটি ।