ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ইরানে হিজাব খোলায় নারীর দুই বছরের কারাদণ্ড

প্রকাশিত : ০১:৪০ পিএম, ৯ মার্চ ২০১৮ শুক্রবার

ইরানে জনসমক্ষে হিজাব খুলে ফেলার দায়ে নার্গিস হুসেইনি নামে এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত৷ রায়ের পর বৃহস্পতিবার সকাল থেকে তেহরানের রাস্তায় নেমে প্রতিবাদ জানান কয়েকজন নারী৷

গত বুধবার হিজাব খুলে উড়িয়ে দেওয়ার অভিযোগে ৩২ বছর বয়সী ওই নারীকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত৷ পরদিন আন্তর্জাতিক নারী দিবসে রাজধানী তেহরানে দণ্ডিত নারী ও হিজাব বন্ধের দাবিতে বিক্ষোভ করেন ইরানি নারীরা।

তেহরানের পাবলিক প্রসিকিউটর আব্বাস জাফর দোলাতাবাদী বলেন, দেশের আইন অনুযায়ীই এ রায় দেওয়া হয়েছে৷

ইরানের আইন অনুযায়ী, নারীদের হিজাব পরা বাধ্যতামূলক৷ আইনে বলা আছে, মেয়েদের চুল ঢাকতে হবে এবং সেই সঙ্গে শরীরের সব অংশ ঢেকে রাখতে হবে৷

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইরানের বেশ কিছু নারী প্রকাশ্যে হিজাব খুলে প্রতিবাদ জানান। এ ঘটনায় জড়িত অন্তত ৩০ নারীকে আটক করা হয়৷

তথ্যসূত্র: রেডিওফারদা।

একে//এসএইচ/