নির্বাচনী ব্যবস্থা সংস্কার না হলে দেশে শান্তি ফিরবে নাঃ এরশাদ
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৪ মে ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৩১ পিএম, ১৪ মে ২০১৬ শনিবার
নির্বাচনী ব্যবস্থা সংস্কার না হলে দেশে শান্তি ফিরবে না, বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দলত্যাগী নেতারা ফিরে আসলে জাতীয় পার্টিতে তাদের স্বাগত জানানো হবে বলেও ঘোষণা দেন এরশাদ। সম্মেলনে আবোরো এরশাদকেই দলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
জাতীয় পার্টির ৮ম জাতীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গনে এই আয়োজন।
সম্মেলনে নেতাদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বলেন, ঐক্য থাকলে দল আগামীতে ক্ষমতায় আসবে। সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম তুলে ধরে, সার্বিকভাবে নির্বাচনী ব্যাবস্থার সংস্কারের দাবি জানান তিনি।
অতীতে যারা দল থেকে চলে গেছেন তারা ফিরে আসতে চাইলে জাতীয় পার্টির দরজা খোলা রয়েছে বলেও ঘোষণা দেন এরশাদ।
নেতা-কর্মীদের সুকঠিন ঐক্য প্রতিষ্ঠার আহবান জানান জাপা কো- চেয়ারম্যান জি এম কাদের। আর দলের শৃংখলা ফিরিয়ে আনতে সবার প্রতি আহবান জানান সিনিয়র কো- চেয়ারম্যান রওশন এরশাদ।
রওশন এরশাদ নিজে দলীয় সঙ্গীত পরিবেশেন করে সম্মেলনে নেতাকর্মীদের উদ্ধুদ্ধ করেন।