শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন পল্লী চিকিৎসক রশিদ [ভিডিও]
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৯ মার্চ ২০১৮ শুক্রবার
সমাজে কিছু মানুষ থাকে, যাদের জীবনের ব্রতই হয়ে ওঠে মানুষের সেবা করা। চাঁপাইনবাবগঞ্জের আব্দুর রশিদ মাস্টার তাদেরই একজন। পেশায় পল্লী চিকিৎসক এই মানুষটি বহুদিন ধরে নীরবে শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন দরিদ্র শিশুদের মাঝে।
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম তারাপুর। গ্রামে ঢুকতেই কানে আসে শিশুদের কলকাকলি।
এই গ্রামেরই পল্লী চিকিৎসক আব্দুর রশিদ। এলাকার মানুষের কাছে তিনি রশিদ মাস্টার নামেই বেশি পরিচিত। প্রায় ২৪ বছর ধরে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া ঘরে তৈরি হয়েছে রশিদ মাস্টারের পাঠশালা। নিয়মিত শরীরচর্চা ও পাঠদানের মাধ্যমে আলোকিত মানুষ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন আব্দুর রশিদ।
চিকিৎসা করে যে উপার্জন হয়, তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যয়ভারও বহন করেন তিনি।
পাঠশালাটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারের সহায়তা চেয়েছে স্থানীয়রা। শিক্ষার প্রসারে আব্দুর রশিদের দৃষ্টান্ত অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তারা।