চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে [ভিডিও]
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৯ মার্চ ২০১৮ শুক্রবার
নিত্যপণ্য বাজারে দাম বেড়েছে খোলা চিনি ও ভোজ্য তেলের। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। তবে সবজি, পেঁয়াজ রসুনের ও মাংসের বাজার দর স্থিতিশীল। গেল সপ্তাহের মত ডিমের বাজার নিম্নমুখী।
নিত্যপণ্য বাজারে বেশ কিছুদিন স্থিতিশীল ছিলো ভোজ্য তেল ও চিনির দাম। তবে এ সপ্তাহে খোলা চিনি কেজিতে ৪ টাকা আর খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১ টাকা।
চালের বাজারে ফিরেনি স্বস্তি। তবে বৈশাখের আগে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। পেয়াঁজ,আদা ও রসুনে দাম অপরিবর্তিত রয়েছে। আর সবজির দামও ক্রেতার নাগালে। তবে মাছের দর এ সপ্তাহে উর্ধ্বগতি বলে জানান ক্রেতা-বিক্রেতারা।
গত কয়েক সপ্তাহ ধরেই ডিমের দাম কমেছে। ডিমের হালি ২৪ টাকা বলে জানান পাইকাররা। তবে খুচরা বাজারে দাম বেশি। সব রকম মাংসের বাজার-দর রয়েছে স্থিতিশীল।
ভিডিও লিংক: