ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মালয়েশিয়া হাইকমিশনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে :

প্রকাশিত : ০৮:১০ পিএম, ৯ মার্চ ২০১৮ শুক্রবার

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মালয়েশিয়ায় নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন।  এ সময় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে দিনটি পালন করে হাইকমিশন।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম বলেন,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সেদিন এ ভাষণ শুনে স্বাধীনতার শপথে বলীয়ান হয়ে প্রশান্ত মনে বাড়ি ফিরে যায় উত্তেজনার পারদে ফুটতে থাকা বাঙালিরা।  বঙ্গবন্ধুর যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে আজও।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ তালিকায় স্বীকৃতি দেওয়ায় আমরা গর্বিত হয়েছি।

দূতাবাসের শ্রম কাউন্সিলর মো: সায়েদুল ইসলামের সঞ্চালনায় ৭ মার্চের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহ.শহীদুল ইসলাম।

আলোচনা সভার শুরুতে কুরআন তিলাওয়াতের পর ৭ই মার্চের উপর রাষ্ট্রপতির বাণী পাঠ করেন এয়ার কমডোর মো. হুমায়ূন কবির ও  প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে আরও আলোচনা করেন  দূতাবাসের পলিটিক্যাল মিনিষ্টার মো. রইছ হাসান সারোয়ার।

অনুষ্ঠানে জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি বড় পর্দায় ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, ফার্স্ট সেক্রেটারি মাসুদ হোসাইন, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, বাণিজ্য শাখার প্রথম সচিব মো. রাজিবুল আহসান, দূতাবাসের প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন, শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদ সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

 টিকে