আজ কম্পিউটার সমিতির নির্বাচন
প্রকাশিত : ১০:৫৭ এএম, ১০ মার্চ ২০১৮ শনিবার
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৮-২০ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটির নির্বাচন আজ শনিবার। রাজধানীর ধানমণ্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে।
ভোট গ্রহণের পরপরই ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে। আগামী সোমবার প্রার্থীদের মধ্যে পদ বণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিসিএস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা জানান, বিসিএসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাতটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। এবারের নির্বাচনে ৯৩৮ জন ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন তিনি।
একে// এআর