ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বদরেদ্দিন নিহত হওয়ার ঘটনায় জিহাদিদেরকেই দায়ী করছে লেবানন

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১৪ মে ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ১৪ মে ২০১৬ শনিবার

লেবাননের শিয়াগোষ্ঠী হিজবুল্লার শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা বদরেদ্দিন নিহত ঘটনায় জিহাদিদেরকেই দায়ী করছে লেবানন। যদিও হত্যাকান্ডের জন্য ইসরাইলকে সন্দেহ করা হচ্ছিল। গেল শুক্রবার সংবাদ মাধ্যমের খবরে নিশ্চিত করা হয় মৃত্যুর খবরটি। হিজবুল্লাহর সামরিক শাখা অন্যতম জ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন মুস্তাফা। তিনি শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। ১৯৮২ সালে থেকে অধিকাংশ অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০০৫ সালে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যায় সে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ছিলেন।