ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

স্পেনে টায়ার ডাম্পে আগুনে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া, ৯ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৪ মে ২০১৬ শনিবার | আপডেট: ০৩:১০ পিএম, ১৪ মে ২০১৬ শনিবার

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি টায়ার ডাম্পে আগুন লেগে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। নগরীর ৯ হাজার বাসিন্দা সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ডাম্পটিতে প্রায় ১০ লাখ টায়ার রয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে লাগা এ আগুনে পুরো শহরের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। ইতোমধ্যে প্রায় ৮ হাজার বাসিন্দা শহর থেকে অনত্র সরে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। কয়েকটি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির আঞ্চলিক সরকার প্রধান আগুন নিয়ন্ত্রণে সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তবে এতে মাদ্রিদ বিমানবন্দরের ফ্লাইট ওঠা-নামায় কোনো প্রভাব পড়বে না।