ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ঘুরে দাঁড়াতে পারেনি দুর্যোগে নি:স্ব পরিবার [ভিডিও]

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার

আইলা, মহাসেন ও সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগে জানমাল হারিয়ে নিঃস্ব বরগুনার অনেক পরিবার এখনও ঘুরে দাঁড়াতে পারেনি।

তাদের অভিযোগ, উপকূলীয় অঞ্চলে বছর বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হলেও, গড়ে উঠেনি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র।

বরগুনা সদর উপজেলার গোড়াপদ্মা গ্রামের মরিয়ম বেগম। ২০০৭ সালে সিডরে হারিয়েছেন স্বামী। বয়সের ভারে এখন নুব্জ। ভিক্ষা করে চলে জীবন। একই গ্রামের পারুল রানীকেও চলতে হয় অন্যের সাহায্য নিয়ে। আর পরিবারের ৫ সদস্যকে হারানো রশিদ মিয়া সেদিনের কথা মনে করে আজও আঁতকে উঠেন।

এরকম হাজারো হৃদয় ভাঙ্গার গল্প ছড়িয়ে আছে বরগুনার উপকূলীয় অঞ্চলে। এক দশক পরেও উদ্বেগ আর উৎকণ্ঠা কাটেনি তাদের।

উপকূলবাসী বলছে, সংকেতের কথা না বোঝা, অসচেতনতা ও সম্পদের মায়ায় বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে না যাওয়ার মানসিকতায় প্রাণহানির ঘটনা বাড়লেও এখনও তারা অরক্ষিত। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের মতে, জনসংখ্যার আনুপাতিক হারে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান বলেন, মানুষকে সচেতন করা, উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনি গড়ে তোলার পাশাপাশি আরও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। এছাড়াও দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।