হার্ভার্ডে ‘বাংলাদেশ জাগছে’ শীর্ষক সেমিনার
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ জাগছে’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে আগামী মে মাসের ১২ তারিখে। সেমিনারটি যৌথভাবে আয়োজন করবে বস্টনভিত্তিক থিঙ্কট্যাংক ‘আইএসডিআই’ তথা ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’।
বাংলাদেশ নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের নীতি-নির্ধারক ছাড়াও এ সেমিনারের বিভিন্ন পর্বে বক্তব্য রাখবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ও প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী-বিনিয়োগকারীরা।
জানা গেছে, বাংলাদেশে গত ৮ বছরের অবিস্মরণীয় উন্নয়নের ছোঁয়ার সঙ্গে সম্পৃক্ত প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী-বিনিয়োগকারীরা এ সেমিনারে নিজ নিজ অভিজ্ঞতা জানাবেন।
আইএসডিআই’র নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফ জানান, ২০১২ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশের উন্নয়ন-সম্ভাবনা এবং সমস্যার আলোকে এ ধরনের সেমিনার করা হচ্ছে। সে আলোকে এবারের সেমিনারে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রগতি এবং উন্নত বাংলাদেশ রচনায় শেখ হাসিনার ভিশন ও তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন অংশগ্রহণকারীরা।
তিনি জানান, এসব উন্নয়নের ক্ষেত্রে কী ধরনের সমস্যার আশঙ্কা রয়েছে এবং কী ধরনের পরিস্থিতি বিরাজমান থাকলে স্বপ্নের সোনার বাংলা হাতের মুঠোয় আনা সম্ভব-সে সব মতামতও উপস্থাপিত হবে আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্য থেকে।
এ সেমিনারের আয়োজক কমিটির চেয়ারম্যান হচ্ছেন হার্ভার্ড কেনেডি স্কুলের সাবেক ফেলো এবং এমআইটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইকবাল কাদির। সমন্বয়ক হিসেবে যৌথভাবে থাকবেন হার্ভার্ডের ছাত্র শাম্মী কুদ্দুস এবং রাফাতে মাহবুব।
একে// এআর