ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বিরল রোগে আক্রান্ত ইরফান

লড়াইয়ের কথা তুলে ধরলেন স্ত্রী

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৬:০২ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার

বিরল রোগে ভোগছেন ইরফান খান। বেশ কয়েকদিন ধরেই এই রোগটির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় তারকা। সম্প্রতি টুইটারে নিজের লড়াইয়ের কথা তুলে ধরেন বজরঙ্গিখ্যাত এ নায়ক। একইসঙ্গে ভক্তদের দোয়া চেয়েছেন তিনি। এরইমধ্যে ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে স্বামীর লড়াইয়ের কথা তুলে ধরেছেন।

ফেসবুক পোস্টের এক আবেগঘন লেখায় সুতপা বলেন, ইরফান একজন যোদ্ধা। সে পদে পদে লড়াই করে যাচ্ছে। তার মনোবলে এতটুকুও চিড় ধরেনি। আশা করছি ধীরে ধীরে ইরফান আবারও আমাদের মধ্যে হাসি-খুশির ঝলক নিয়ে আসবে। এদিকে ইরফান ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন সুতপা। ফেসবুক নোটে লেখা পোস্টে সুতপা বলেন, আমরা বিশ্বাসী, নিশ্চই জয় আমাদের হবে।

এদিকে টুইটার বার্তায় ইরফান খান তাঁর ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখন থেকে ভক্তদের উদ্দেশে প্রতিনিয়তই তিনি তার শরীরের আপডেট দিবেন। এদিকে ভারতের বেশ কয়েকটি নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে জানান ইরফান। ওই সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, ইরফান মরণঘাতী রোগে আক্রান্ত। এদিকে ইরফানের মৃত্যুর খবর নিয়ে করা ওই প্রতিবেদনগুলোর তুমুল সমালোচনা করেছেন বাণিজ্য গবেষক কমল নাথ।

তবে ইরফানের বর্তমান শারীরিক অবস্থা জন্ডিসের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন চিকিৎসক। এদিকে বিরল রোগ ধরা পড়ায় দীপিকা পাড়োকোনের সঙ্গে নতুন ছবি শুরু হওয়ার কথা থাকলেও তা আপাদত স্থগিত করা হয়েছে। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান প্রেন্না আরোরা এন্টারনটেনিমেন্ট জানিয়েছে, ইরফান খান-ই তদাদের একমাত্র পছন্দ। তাই ইরফান খানের জন্য আরও অপেক্ষা করবেন তারা।

সূত্র: ইন্ডিয়া টুডে
এমজে/