ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

খেলাধুলার মাধ্যমে দূর হবে জঙ্গিবাদ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৫৬ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার

খেলাধুলার মধ্যে দিয়েই জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও অধ্যবসায়ের শিক্ষা দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধূলার মাধ্যমে সব ধরণের জঙ্গি তৎপরতা বন্ধ করা সম্ভব। আর তাই সকলকে খেলাধূলার প্রতি মনোযোগ দেওয়ার তাগিদ দেন তিনি।

বাংলাদেশ যুব গেমস-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে শেখ হাসিনা বলেন, ‘মাদকাসক্তি থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। আর খেলাধূলা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার পাশাপাশি খেলাধূলা আমাদের দায়িত্বজ্ঞানসম্পন্ন ও কর্তব্যপরায়ণ করে তোলে।

এ ছাড়া দেশে প্রথমবারের মতো আয়োজিত যুব গেমসে প্রত্যন্ত অঞ্চলের সুপ্ত প্রতিভাকে উদ্ভাসিত এবং খেলাধুলার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় শেখ হাসিনা ‘বাংলাদেশ যুব গেমস ২০১৮’ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ‘আমি আশা করি, দেশব্যাপী আয়োজিত এই গেমসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সুপ্ত প্রতিভা উদ্ভাসিত হবে এবং খেলাধুলার প্রতি সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়বে। ‘মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন’ বঙ্গবন্ধুর বক্তৃতার এই লাইন উদ্ধৃত করে শেখ হাসিনা যুব সমাজের উদ্দেশে বলেন, সব সময় নিজের আত্মবিশ্বাস থাকতে হবে। বুকে সাহস রাখতে হবে।’


জীবন গঠনে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘খেলাধুলা একটা মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সুস্থ-সবল দেহ-মন এবং দেশ ও জাতির প্রতি ভালবাসা তৈরিতে খেলাধুলা একান্তভাবে প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরো বলেন, “আমরা সব সময় বিশ্বাস করি শুধু লেখাপড়া না, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা আর সাংস্কৃতিক চর্চা; এটা একান্তভাবে অপরিহার্য।’

এমজে/