তামিম-লিটনেই জয়ের স্বপ্ন শুরু
প্রকাশিত : ১২:৪০ এএম, ১১ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ১২:৫১ এএম, ১১ মার্চ ২০১৮ রবিবার
লঙ্কান কফিনে শেষ পেরকটা মেরেছেন মুশফিক। তবে সেই পেরেক মারার স্বপ্নের শুরু কে করেছিলেন? অনেকদিন পর লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে তামিমের ক্লাসিক্যাল শর্ট, সব মিলিয়ে স্বপ্নের শুরু তো উদ্বোধনী জুটি থেকেই।
২১৫ রানের টার্গেট মাথার উপর নিয়ে ব্যাটিংয়ে নামে তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই লঙ্কান বোলারদের উপর চড়াও হন লিটন দাস। একের পর এক বল বাউন্ডারিতে পাঠাতে শুরু করেন। তামিম ইকবালও বসে নেই। চার-ছক্কায় ভরপুর ম্যাচে তামিম-লিটন উদ্বোধনী জুটিতে মাত্র ৫ ওভার ৪ বলে তুলে ফেলেন ৭৪ রান। এরপর বিদায় নেন লিটন।
লিটন দাসের বিদায়ের পর হাত খোলেন তামিম ইকবাল। ২৯ বলে ৪৭ রানের এক ঝলমলে ইনিংস খেলার পর থিসারা পেরেরার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। ফেরত যাওয়ার আগে বাংলাদেশের ঝুলিতে তখন ঝলমল করছে ১০০ রানের পুঁজি। এরপরই স্বপ্ন দেখা শুরু টাইগারদের।
তবে তখনও জয় থেকে বাংলাদেশ ১১৫ রান দূরে টাইগার বাহিনী। হাতে আছে ৮ উইকেট। বল বাকি ৮৪টি। ততক্ষণে ব্যাটিংয়ে নিজেকে ঝালাই করে নিয়েছেন ম্যাচ উইনার মুশফিকুর রহিম। এদিকে মাহমুদুল্লাহর সঙ্গ মুশফিকের ব্যাটের ধার বাড়িয়েছে আরও কয়েকগুণ। মাহমুদুল্লাহ ১১ বলে ২০ রান করে ফিরে গেলেও অপরপ্রান্তে অবিচল থেকেছেন মুশফিক। শেষে তার হাত ধরেই নিদাহাস ট্রফিতে জয়ের সাধ পায় টাইগার বাহিনী।
এমজে/