টি-২০‘র ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ জয় বাংলাদেশের
প্রকাশিত : ০১:০২ এএম, ১১ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০১:০৬ এএম, ১১ মার্চ ২০১৮ রবিবার
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এই প্রথমবারের মতো ২০০ রান পেরোলো। শুধু তাই নয়, সেই সাথে দাপুটে জয়ও ছিনিয়ে আনলো শ্রীলঙ্কার কাছ থেকে। ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জয়ে বন্দরে পৌঁছায় টাইগাররা। তাও আবার বিদেশের মাটিতে। টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশ সর্বোচ্চ ১৬৪ রান তাড়া করে জিতেছিল। আজ নতুন রেকর্ড গড়ল টাইগাররা। তা শুধু নিজেদের রেকর্ড নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত রান তাড়া করে জেতার রেকর্ড খুব বেশি নেই।
রান তাড়ায় চতুর্থ সর্বোচ্চ স্কোর এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা এর বেশি রান তাড়া করে জেতার মাত্র দশম উদাহরণ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৫ রান তাড়া করে জয় পায় অস্ট্রেলিয়া। এটিই টি-২০ ইতিহাসে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের রের্কড। দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩৩ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে ৪ উইকেটের জয় পায় ক্যারবিয়রা। আর তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেটে জয় পায় ইংলিশরা।
টিকে